১৯ অক্টোবর(শনিবার )সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পরিচালনা করেন, সানোফি বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক। জানান, প্রতিষ্ঠানটি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে, প্রায় ১ হাজার শ্রমিক ও তাদের পরিবার।
আব্দুর রাজ্জাক আরও বলেন, বন্ধের সিদ্ধান্ত বাতিল না হলে, আগামী ২১ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানা গেটের সামনে প্রতীকী অনশন পালন করবেন তারা।