মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র্যাব।
এলিট বাহিনীটি জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তাকে ঢাকায় নিয়ে আনা হচ্ছে।
ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয় গত ১৮ সেপ্টেম্বর। ঢাকা ও চট্টগ্রামের নামকরা সব ক্লাব থেকে জব্দ করা হয়, জুয়া খেলার নানান সরঞ্জাম। আটক করা হয়, যুবলীগ ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাঈল হোসেন সম্রাটসহ বেশ কয়েকজন নেতাকে।