শুরু হলো শোকের মাস আগস্ট। দিনটিকে স্মরণ করতে প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি জালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাত ১২টার কিছু পরে মোমবাতি সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের দেশে এনে সাজা কার্যকরের দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। এ সময় দেশ নিয়ে চক্রান্তকারিদের ব্যপারে সজাগ থাকারও আহ্বান জানান তারা।
এদিকে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এক মিনিট নিরবতাও পালন করে তারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন