২০১৮ সালের এমপিও নীতিমালার আলোকে সকল নন এমপিও সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসার তালিকার সাথে এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করে দ্রুত এমপিও ভুক্তির প্রজ্ঞাপন জারি করার দাবীতে শেরপুরে নন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের নিউমার্কেট চত্বরে ‘নন এমপিও এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন’ শেরপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচীর পালন করে।
এসময় কমিটি’র আহ্বায়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক-কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন।