জাহাঙ্গীর আলম, লালমনিরহাট:
দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও আবরার হত্যাকারীদের বিচারের দাবীতে সোমবার লালমনিরহাটের মিশন মোড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবীতে এ মিছিল ও সমাবেশ করে।সংগঠনের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেনের নেতৃত্বে এ সমাবেশে অবিলম্বে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও আবরার হত্যার সকল আসামীদের গ্রেফতার এবং বিচারের দাবী জানানো হয়।