২০ অক্টোবর (রোববার)সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইয়ের কপি তুলে দেন অনুবাদক ও প্রকাশক রাশিয়ান একাডেমি অব সায়েন্সের অর্ধন ইন্সটিটিউট অব ওরিয়েন্টাল স্টাডিজের অধ্যাপক ভি নমকিন।
এছাড়া, রুশ, বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় প্রকাশিত করভারসেশন অব প্রফেসর ড. ভি নমকিন উইথ শেখ হাসিনা বইয়ের কপিও তুলে দেন।
এরপর বাংলাদেশে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত ট্রান ভেন খোয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।