নুরুল হুদা নাহিদ, রংপুর:
রংপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মোঃ শামীম নগরীর আলমনগর কলোনির বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকালে ওই কলোনির সাত বছরের শিশুকে বাসার ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন শামীম। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় শিশুটির বাবা কোতোয়ালি থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।