নুরুল হুদা নাহিদ, রংপুর :
২ নভেম্বর থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা ।
দিনাজপুর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরী শিক্ষা বোর্ড এর অধীনে রংপুর জেলার ৮ উপজেলার ৬৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে মোট ৫৬ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
এরমধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ৫১টি কেন্দ্রে ৪৮ হাজার ৮৩৭ জন, জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী রয়েছেন।