-
- শিক্ষা
- ময়মনসিংহ কমার্স কলেজ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ বিতর্ক ক্লাব এর ১ম বির্তক কর্মশালা
- প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ অপরাহ্ণ
- ২০৯ বার পঠিত
আলমগীর সরকার ময়মনসিংহ :
“যুক্তির আলোয় আলোকিত হোক ময়মনসিংহ” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ কমার্স কলেজ বিতর্ক ক্লাব ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ বিতর্ক ক্লাব এর যৌথ আয়োজনে এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, ময়মনসিংহ জোনের সহযোগিতায় ময়মনসিংহে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হয় “১ম বিতর্ক কর্মশালা ২০১৯”।
সাহিত্য, সংস্কৃতি ও লোক ঐতিহ্যের আধার প্রিয় ময়মনসিংহ এর পূন্য ভূমিতে ১০০০ বেশি বিতর্ক প্রেমীদের অংশগ্রহণে আয়োজিত হয় এই কর্মশালা। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও ময়মনসিংহের কৃতি সন্তান মাহমুদুল্লাহ রিয়াদ, অভিনেত্রী ও মডেল তানজিন তিশা,এবং সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। কর্মশালাটি পরিচালনা করেন নাহিদ মন্ডল, তৌকির বিন ইসলাম, রবিউল ইসলাম ও রাশেদ খান।
কর্মশালাটি আয়োজনে আর্থিক সহযোগিতা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সিবিএসটি,আভান্তি এরোমা,অর্কিড এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষা নগরী ময়মনসিংহে এ বিতর্ক কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করেন আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান।
আরো খবর