সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি সংগঠন-আইএস প্রধান আল-বাগদাদিকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে, মার্কিন বাহিনী। এতে তিনি নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মার্কিন সেনারা ওই অভিযান চালান বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ধরা পড়ার ভয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান বাগদাদি। তবে ডিএনএ পরীক্ষার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে টুইট করেন, ‘এইমাত্র খুব বড় কিছু একটা ঘটে গেছে।’ মার্কিন অভিযানে আল-বাগদাদি নিহত হয়েছে।