ইমতিয়াজুর রহমান, ভোলা :
ভোলা ক্রিকেট একাডেমীর ১ বছর পূর্তীতে ভোলায় বনার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর (শনিবার ) সকালে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সামনে থেকে একাডেমীর বিভিন্ন বয়সের খেলোয়াড়দের অংশ গ্রহনে র্যালীটি বের হয়ে ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্রীড়া সংস্থার সামনে গিয়ে শেষ হয়।
পরে খেলোয়াড়দের অংশ গ্রহণে ১ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ-সভাপতি মো: ফয়ছাল হোসেন, অতিরিক্ত সাধারন সম্পাদক রবিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক রাজিব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নিবার্হী সদস্য সাহিদ গোলদার, রাজীব হোসেন তরুন, বাবু, রাজীব হাছান লিপু সহ ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেটার, কোচ ও ক্রীড়া অনুরাগিরা এসময় উপস্থিত ছিলেন।