দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসছে ক্ষয়ক্ষতির সংবাদও।
শেষ সংবাদ পাওয়া পর্যন্ত বুলবুলের আঘাতে সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালীতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকেই।
১০ নভেম্বর (রবিবার) ভোরে সাতক্ষীরায় প্রচণ্ড গতিতে আঘাত হানে ‘বুলবুল’। এতে উপকূলীয় শ্যামনগর এলাকায় কয়েক হাজার বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ভোরে ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান বলে জানা গেছে।
‘বুলবুলের’ প্রভাবে ভোলায় শনিবার রাতে প্রচণ্ড ঝড় হয়েছে। ভোলার লালমোহনে ঝড়ের প্রভাবে উপড়ে গেছে গাছ ও কয়েকটি ঘরবাড়ি। একইসাথে গাছ চাপা পড়ে আহত হয়েছেন প্রায় আটজন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে একজনকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল পাঠানো হয়েছে।