রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আরও পাঁচ জনকে ৭ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।২৪ জুলাই (বুধবার) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
এরা হলেন- মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)।
এর আগে, ছবি ও ভিডিও ফুটেজ দেখে এই পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক।
রেণু হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। গত ২০ জুলাই (শনিবার) সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।