সেকেন্দার আলম ,স্টাফ রিপোর্টার :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ‘র ২য় তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনীর উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমীক লীগের সাধারন সম্পাদক মো. ইনসুর আলী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় রিকসা ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আজাহার আলী, ঢাকা অটো রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. হানিফ খোকন।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন পীর ইয়ামেনী জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী মো. এমদাদুল ইসলাম।