লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। ২২ জুলাই (সোমবার) বিকেলে এই অস্ত্রোপচার সম্পন্ন হয় (বাসস)।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী সুস্থ আছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান।সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন।