ভারতের রাজধানী নয়াদিল্লির অলইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। ১৭ আগস্ট (শনিবার) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা যায়, এইমস হাসপাতালে দ্বিতীয় এবং তৃতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনো পর্যন্ত সেখানে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর ৩৪টি ইঞ্জিন কাজ করছে। দ্বিতীয় এবং তৃতীয় তলার রোগীদের দ্রুত অন্য ভবনে শিফট করা হয়েছে।