নুরুল হুদা নাহিদ, রংপুর প্রতিনিধি :
গংগাচড়া উপজেলা হলরুমে ৫ অক্টোবর, শনিবার ১৪৫ টি পূজা মন্ডপে নগদ অর্থ বিতরন করলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাজু আহমেদ লাল, পূজা উপদযাপন কমিটির ধর্মীয় পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার সরকার সহ উপজেলা জাতীয় পার্টি,যুব সংহতি ও ছাত্রসমাজের নের্তৃবৃন্দ।
এসময় রাঙ্গাঁ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন কাজ কেউই করবেনা। যার যার ধর্ম সেই পালন করবে এটাই বড় কথা। এছাড়া রংপুর-১ আসনের গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নং ওয়ার্ডের মোট ১৪৫ টি পূজা মন্ডপে মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।