-
- জাতীয়, সারাদেশ
- দুদক-এনবিআর আ.লীগের এমপিদের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করছে
- প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৯, ০৪:১৫ অপরাহ্ণ
- ৭১ বার পঠিত
দুর্নীতি দমন কমিশন ও জতীয় রাজস্ব বোর্ড আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে।
ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে যে এসব অভিযান চলছে, তা সরকারের সৎ সাহসের পরিচয় দেয়। এতে দল ও সরকার উভয়ের ভাবমূর্তি বাড়ছে।
আরো খবর