ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ রাজধানীতে দুই শিশু মারা গেছে। এছাড়া, বরিশালেও একজনের মৃত্যু হয়েছে।
৯ আগস্ট (শুক্রবার) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বারিধারার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মেহরাব।
সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাবা-মা। এদিকে, গত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত নামে ১০ বছরের এক শিশু মারা গেছে। এদিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১টার দিকে মারা গেছেন বরগুনার মজিবর রহমান মঞ্জু। গতরাতেই ভর্তি করা হয় তাকে।