তারিকুল ইসলাম তাহের (টাঙ্গাইল প্রতিনিধি) :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কুর্শী গ্রামে বাঁশ কাঁটাকে কেন্দ্র করে মামা হামেদ আলী কে পিটিয়ে হত্যা করেছে তার ভাগিনা আলিফ।
এ ব্যাপারে নিহত হামেদ আলীর ভাই তোরাপ আলী বাদী হয়ে রবিবার ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুুতার বিরোধ চলে আসছিলো। শনিবার ঘরের কাজের জন্য হামেদ আলী বাঁশ কাটতে গেলে ভাগিনা আলিফের সাথে কথা কাটাকাটি হয়। সেই সময় মামা হামেদ আলীকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করে আলিফ। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার হাতেম আলীর হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।