রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর গাজীপুর জেলা সদস্যদের মতবিনিময় সভা ১০ সেপ্টেম্বর ২০১৯ (মঙ্গলবার) দৈনিক জনসংবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। আরজেএফ এর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন আরজেএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আলম, প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমেদ রুবেল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক মুক্ত বলাকা সম্পাদক আলমগীর হোসেন, দৈনিক কন্ঠবাণী সম্পাদক মোঃ জানে আলম, সাপ্তাহিক পিলসুজ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ সাদেক আলী, দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধ আব্দুল মালেক মিয়া, দৈনিক প্রভাতী খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক শুভ দিনের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ, ডেইলি সিটিজেন টাইমস এর জেলা প্রতিনিধি মোবারক, দৈনিক ট্রাইব্যুনাল এর জেলা প্রতিনিধি মেহেদি হাসান প্রমুখ।