গাজীপুরের শ্রীপুর থানাধীন বহেরারচালা গ্রামে কলা বাগানের এক গর্ত থেকে মোঃআরিফুল হক নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে শ্রীপুর মডেল থানা পুলিশ। আরিফুল হক রামদাস ধনিরাম ,সরদারপাড়ার মোঃআতাউর রহমানের ছেলে ।
আরিফুল হক বহেরারচালা মিতালী ফ্যাক্টরির নিটিং সেকশনের নিটিং হেলপারের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সে গতরাত ৮টার সময় অফিস থেকে বের হয়ে আর রুমে না ফেরায় তার রুমের মেহেদি জানায়, আরিফুলকে গভীর রাত পর্যন্ত খুঁজাখুঁজি করে । তারপর সকালে কলা বাগানে রক্ত দেখে লোকজন জানাজানি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গর্তে একটি লাশ এবং একটু দূর থেকে কাটার ব্লেড ( কাটিং নাইফ) উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেলে পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত , থানায় এখনো কেউ অভিযোগ করেনি। থানা পুলিশের তদন্ত অব্যাহত আছে বলে জানান পুলিশ।