খালেদা জিয়ার চিকিৎসা ঠিকভাবেই চলছে। পরিবার ও নেতাদের অভিযোগ সত্য নয়।
বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মাহবুবুল হক।
তিনি বলেন, খালেদা জিয়া কখনও চিকিৎসকদের কাছে বিদেশে চিকিৎসার নেয়ার কথা জানাননি। এই মুহূর্তে খালেদা জিয়ার জীবনহানির মতো শঙ্কা নেই বলেও জানান মেডিকেল বোর্ডের প্রধান।
মাহবুবুল হক বলেন, চাইলে জেলখানা থেকেও চিকিৎসা নিতে পারবেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে যান বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন।
সাক্ষাত শেষে সেলিমা ইসলাম বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে চাই। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না। এ অবস্থায় তার উন্নত চিকিৎসা দরকার। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হচ্ছে না।’