ওবায়দুল কাদের বলেন, তাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মূল দল বা সহযোগী সংগঠন কিংবা এমপি যে যত প্রভাবশালী নেতাই হোক না কেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা সবাই নজরদারিতে আছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ইউটার্ন নিয়েছেন। এখন তিনি বলছেন, জনগনের ভোটাধিকার নিয়ে তার বক্তব্য খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছে। একজন ব্যক্তি বা দলের জন্য ১৪ দলের ঐক্য ভাঙতে পারে না।