রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমাম পরিষদের উদ্যোগে মদ,জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় উপজেলার বসুরহাট বাজারস্থ ইসলামী ব্যাংক চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বসুরহাট পৌর শাখা ইমাম পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি হাফিজুল্লাহ।
এসময় বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোসলেহ উদ্দীন, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা শাহজাহান, মাওলানা নূর ইসলাম রহমতপুরী, হাফেজ মাওঃ হাফিজুল্লাহ, মাওলানা আহমদ হাসান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা জোবায়ের, মাওঃ আব্দুর রহিম, হাফেজ মাওঃ ইউসুফ, মাওঃ মুফতি হেদায়েত উল্যাহ সহ প্রমূখ নেতৃবৃন্দ।