৭ অক্টোবর(সোমবার) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা আ’লীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বসুরহাট পৌরসভা আ’লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের অভিযোগে আ’লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও বসুরহাট পৌরসভা

৫নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বসুরহাট পৌরসভা আ’লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ।