কোনো বিশেষ ধর্ম বা গোষ্ঠীর না হয়ে, দেশের স্বার্থে সবাইকে এক সাথে কাজ করতে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
২৪ আগস্ট শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যদি মনে করে তাদের দাবি আদায়ে পৃথক কমিশন কিংবা মন্ত্রণালয় গঠন করা প্রয়োজন, তবে জাতীয় পার্টি তাদের পক্ষে থাকবে।