আওয়ামী লীগের কিছু নেতা ভুল করেছিলেন বলেই শুদ্ধি অভিযান চালাচ্ছেন শেখ হসিনা। এমন মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা, জেলহত্যার পেছনে কারা ছিলো, তা বের করে বিচারের আওতায় আনতে কমিশন গঠনেরও দাবি জানান।
এ সময় চলমান শুদ্ধি অভিযান নিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগকে ঢেলে সাজাতে এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে। বর্তমান ছাত্ররাজনীতির করুণ অবস্থারও সমালোচনা করেন তারা।