-
- জাতীয়, সারাদেশ
- এখনও ফিটনেসবিহীন গাড়ি প্রায় ৪ লাখ: হাইকোর্টকে বিআরটিএ
- প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৯, ০২:৫৯ অপরাহ্ণ
- ৬৮ বার পঠিত
ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে শুধুমাত্র ৮৯ হাজার ২৬৯ গাড়ী ফিটনেস নবায়ন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড টান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে এখনো ফিটনেস রিনিউ করা বাকী আছে প্রায় ৪ লাখ।
২৩ অক্টোবর(বুধবার) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।
গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট ।
গত ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ৩০ সেপ্টেম্বরের (সোমবার) মধ্যে এটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।
আরো খবর