তবে কেন বদলি করা হয়েছে তার কোনো জবাব দেননি দেশটির এ্যাটর্নি জেনারেল।
আসাম এনআরসি সংশ্লিষ্ট ৫০ হাজার কর্মকর্তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রতিক হাজেলা। তবে সব শেষ তালিকা প্রকাশের পর ব্যাপক তথ্য ঘাটতির অভিযোগ ওঠে।
এছাড়া এনআরসিতে অনিয়মের অভিযোগে প্রতিক হাজেলার বিরুদ্ধে গেল মাসে একটি মুসলিম সংগঠন মামলা দায়ের করেছিল।
এদিকে ভারতের ব্যঙ্গালুরে বিদেশি নাগরিকদের জন্য দেশটির প্রথম ডিটেনশন সেন্টারের খোঁজ পেয়েছে ভারতের এনডিটিভি। ২ দশমিক ৫ হেক্টর আয়তনের ডিটেনশন সেন্টারটির নির্মান কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।