মোঃ ইয়াসিন , আশুলিয়া প্রতিনিধি :
বুধবার ৯ অক্টোবর বেলা ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে আশুলিয়ার বগাবাড়ী বাজার স্কুল মার্কেটের ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত আনিস হোসেন গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের।সে বগাবাড়ী বাজারে এইচ.আর ফায়ার ফাইটিং সেন্টারে কর্মচারী হিসেবে কাজ করতো বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্ষন করেন এবং দুর্ঘটনায় নিহত ব্যাক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘষনা করেন।
এব্যাপারে আশুলিয়া থানার এস আই সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি ।নিহত আনিস দোকান মালিকের বোনের স্বামী, তাই তারা নিহতের মৃতদেহ নিয়ে ব্রাহ্মণবাড়ীয়ার দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন দোকান মালিক শরীফ।