সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।২৪ জুলাই (বুধবার) ভোরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র তাল আল-হারা এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল।
বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।
এ হামলায় কেউ হতাহত না হলেও কিছু আর্থিক ক্ষতি হয়েছে বলে সিরিয়া স্বীকার করেছে।
সিরিয়ার তাল আল-হারা এলাকাটি অত্যন্ত বেশ উঁচু। ওই এলাকা থেকে ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমির ওপর পর্যবেক্ষণ তৎপরতা চালানো যায়। এ কারণেই ওই এলাকাটিতে বার বার হামলা চালাচ্ছে ইসরাইল।
দু্ই দিন আগেও সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সে সময়ও শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করে সিরিয়ার সেনাবাহিনী।