বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ ) সাধারণ ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর, বুধবার বেলা ১২:০০ টায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা অনুষদের শিক্ষার্থী ও বিআইইউ ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মহিউদ্দিন ইসলাম, আইন অনুষদের শিক্ষার্থী ফখরুল ইসলাম, ইংলিশ অনুষদের শিক্ষার্থী নাসির উদ্দিন নাহিদ, ইসলাম শিক্ষা অনুষদের শিক্ষার্থী মাহমুদা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম। মানবন্ধনটি সঞ্চালনা করে আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
এছাড়া মানবন্ধনের পূর্বে বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি প্রতিবাদী পথ নাটক উপস্থাপন করা হয়।