হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তিন বাহিনীর প্রধান ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
আজারবাইজানের রাজধানী বাকু বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানের হিলটন হোটেলে অবস্থান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আগামী ২৫ ও ২৬ অক্টোবর ন্যাম সম্মেলনে যোগ দেবেন, ১২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সফর শেষে আগামী রোববার দেশে ফিরবেন শেখ হাসিনা।